Fill in some text

শিবশঙ্করের মহিমা অসীম। এক গ্লাস জল দিলেও তিনি তুষ্ট।

শিবজির গলায় সাপ জড়ানো থাকে।এটি যোগেশ্বর রূপের প্রতীক।

গলায় তিনবার সাপ জড়ানো দেখা যায় যা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক।

মহাদেবকে পিনাকপাণিও বলা হয়, কারণ তাঁর ধনুকের নাম পিনাক। এই ধনুক এমনই শক্তিশালী যে শিব ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না।

বৃষ রাশি অসীম শক্তির প্রতীক। যৌনতারও প্রতীক। শিব বৃষ রাশির উপর নির্ভর করেন। কারণ তিনি জিতেন্দ্রিয়।

শিবের ত্রিশূল তিনটি মৌলিক শক্তির প্রতীক। ইচ্ছা শক্তি, কর্মশক্তি এবং জ্ঞান শক্তি। মহাদেব সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণকেও নিয়ন্ত্রণ করেন

শিবশঙ্করের হাতে ডমরু নাদ ব্রহ্মার প্রতীক। ডমরু বাজলে আকাশ, পাতাল ও পৃথিবী এক তালে বেজে ওঠে।

বাঘের ছাল বা বাঘম্বর পরিধান করেন মহেশ্বর। দেবীর কৃপায় এই বস্ত্র শক্তির প্রতীক।

শ্মশানের ছাই শিবের খুব পছন্দের। সর্বশক্তিমান মহাকালের একটি রূপ। জন্ম-মৃত্যুর চক্র নিয়ন্ত্রণ করেন তিনি।