কোজাগরী লক্ষ্মী পুজো বহু বাঙালি পরিবারের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন
রাত জেগে এই পুজো করতে হয়
কথিত আছে ‘কোজাগরী’ শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ থেকে। ‘কঃ’ মানে কে, ‘জাগর’ কে জেগে আছো
অর্থাৎ, কে জেগে আছো?
কথিত আছে, এই রাতে মর্ত্যে আসেন দেবী। যিনি রাত জেগে দেবীর পুজো করেন, তিনিই লক্ষ্মীর আশীর্বাদ পান
আর তাই সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি রয়েছে। বলা হয় এতে ধনসম্পদ বৃদ্ধি পায়