11 JUL 2025

নেই দুনিয়ার আর কোথাও, ৭ অদ্ভুত প্রাণী, যা কেবল ভারতেই দেখা যায়!

Credits:, TV9

TV9 Bangla

ভারত কেবল সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ নয়। পাহাড় থেকে সমুদ্র, মরুভূমি, মালভূমি সব কিছুই থাকার কারণে জীববৈচিত্র্যে বেশি। এমনকি এই দেশে এমন কিছু প্রাণী আছে যা পৃথিবীর অন্য কোথাও আর দেখা যায় না। রইল সেই সব প্রাণীর খোঁজ।

মালাবার সিভেট (Malabar Civet) - বিশ্বের অন্যতম বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। মালাবার সিভেট নিশাচর এবং অত্যন্ত লাজুক প্রকৃতির। এটি মূলত পশ্চিমঘাটে দেখা যায়। বন ধ্বংস ও শিকারের ফলে এটি বর্তমানে চরম বিপন্নতার মুখে।

পার্পল ফ্রগ (Purple Frog) - এই অদ্ভুত উভচর প্রাণীটি বছরের অধিকাংশ সময় মাটির নিচে কাটায়। শুধুমাত্র বর্ষার কয়েক দিনে প্রজননের জন্য বের হয়। এটিও কেবল পশ্চিমঘাটেই পাওয়া যায় এবং ভারতের দীর্ঘ বিবর্তন ইতিহাসের এক অসাধারণ নিদর্শন।

লায়ন-টেইলড মাকাক (Lion-Tailed Macaque) - নিজের কালো মুখ ও তার চারপাশে রুপোলি সাদা কেশর-এর জন্য বিখ্যাত এই বাঁদর। এটি পশ্চিমঘাটের স্থানীয় প্রজাতির বাঁদর। যদিও যথেচ্ছ ভাবে বনাঞ্চল ধ্বংসের কারণে আজ বিপন্ন অবস্থায়।

ভারতীয় প্যাঙ্গোলিন (Indian Pangolin) - এই নিশাচর প্রাণীটির শরীর আঁশযুক্ত এবং প্রধানত পিপঁড়ে ও উইপোকা খেয়ে বাঁচে। প্যাঙ্গোলিনের আঁশের জন্য অবৈধ শিকারের কারণে এটি মারাত্মক হুমকির মুখে।

নামদাফা ফ্লাইং স্কুইরেল (Namdapha Flying Squirrel) - এই বিরল উড়ন্ত কাঠবিড়ালিটি শুধুমাত্র অরুণাচল প্রদেশের নামদাফা ন্যাশনাল পার্কে পাওয়া যায়। এর জীবনযাপন ও সংখ্যা সম্পর্কে খুব কম তথ্য জানা যায়, কারণ এর বিস্তার অত্যন্ত সীমিত।

কাশ্মীর স্ট্যাগ হাঙ্গুল (Kashmir Stag – Hangul) - হাঙ্গুল একটি বিপন্ন প্রজাতির লাল হরিণ। যা কেবল কাশ্মীর উপত্যকায় পাওয়া যায়। বন ধ্বংস ও শিকারের কারণে এই অপরূপ সুন্দর প্রাণীটিও হুমকির মুখে। বর্তমানে অবশ্য এদের সংরক্ষণ করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে।

নিকোবর মেগাপোড (Nicobar Megapode) - একটি বিরল পাখি, যা ডিম ফোটানোর জন্য পচনশীল উদ্ভিদের তাপে উঁচু ঢিবি তৈরি করে। এটি শুধুমাত্র নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায় এবং ভারতের সমৃদ্ধ পাখিজগতের সেরা রত্নগুলির একটি।