18th June, 2025
বাইকে বসেই জড়াজড়ি, জুটল ৫৩০০০-এর কেস
TV9 Bangla
Credit - Pinterest , PTI, Getty Images
বাইকে বসলেই মনে হয় 'এই পথ যদি না শেষ হয়'? এবার থেকে সাবধান।
বাইকে বসলেই মনে হয় 'এই পথ যদি না শেষ হয়'? এবার থেকে সাবধান।
বাইকে বসে 'রোমান্স' করতে গিয়েই ফেঁসে গেল যুগল। কড়া পদক্ষেপ করল পুলিশ।
সম্প্রতি গ্রেটার নয়ডার একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গাড়ি থেকে তোলা হয় একটি বাইকের ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইকে মুখোমুখি বসে আছে এক যুগল। একে অপরকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে বসে তারা।
আশপাশে কী চলছে, সেদিকে কোনও খেয়াল নেই। ওইভাবেই এগিয়ে চলেছে বাইক।
ভাইরাল হতেই সেই ভিডিয়ো পৌঁছে গেল পুলিশের কাছে। তারপরই হাতেনাতে 'কেস'।
নয়ডা পুলিশ X মাধ্যমে জানিয়েছে যুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে একাধিক অভিযোগ।
মোট ৬টি কেসে ৫৩,০০০ টাকার চালান কাটা হয়েছে ওই বাইক আরোহীর নামে।