15 JUN 2025

ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টি

Credit- Getty Images and Social Media

TV9 Bangla

সকাল থেকেই মেঘলা আকাশ আর বৃষ্টি– এই ছবিই দেখা যাচ্ছে গোটা কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। রবিবার পর্যন্ত এমনই থাকবে আকাশের মুড। মাঝে বাড়বে বৃষ্টির দাপট।

হাওয়া অফিস বলছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। চলে গিয়েছে একেবারে দক্ষিণ ওড়িশা পর্যন্ত।

দক্ষিণবঙ্গে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে।

দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় এদিন সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও কমবে বৃষ্টির দাপট। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে।

উত্তরবঙ্গেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের কারণে নদীর জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করা হচ্ছে।

তিস্তা-তোর্সা জলঢাকা-সহ অন্যান্য নদীর জলস্তর বেড়ে যেতে পারে। দৃশ্যমানতা কমতে পারে সঙ্গে ধসের কারণে রাস্তায় সমস্যা তৈরি হতে পারে। তাই যান চলাচলের ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলা হচ্ছে পর্যটকদের।