ল্যাপটপ সারাক্ষণ চার্জে বসিয়ে রাখেন? শুধু ব্যাটারিই নয়, আর কী কী ক্ষতি হচ্ছে জানেন?
Credits:, TV9
TV9 Bangla
ল্যাপটপে কাজ করার সময় সর্বক্ষণ চার্জার লাগিয়ে রাখাটা অনেকের স্বভাব। যাতে কাজ করতে করতে ব্যাটারি হঠাৎ শেষ না হয়ে যায় তাই জন্যই। আপনি জানেন কি, এই অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার ল্যাপটপের ব্যাটারির উপর কতটা খারাপ প্রভাব ফেলতে পারে?
ব্যাটারির লাইফ স্প্যান কমে যেতে পারে - লিথিয়াম-আয়ন ব্যাটারির নির্দিষ্ট চার্জ সাইকেল থাকে (যেমন ৪০০-১০০০ বার ফুল চার্জ ও ডিসচার্জ)। সারাক্ষণ চার্জে লাগানো থাকলে ব্যাটারির সাইকেল প্রাকৃতিকভাবে সম্পূর্ণ না হওয়ায় সেটি দুর্বল হয়ে পড়ে।
অতিরিক্ত গরম হওয়া (Overheating) - চার্জার লাগিয়ে কাজ করার সময় ল্যাপটপ প্রসেসিংয়ের কারণে নিজেই গরম হয়। তার সঙ্গে চার্জিং-এর উত্তাপ মিলে অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যায়, যা ব্যাটারি ও মাদারবোর্ডের ক্ষতি করতে পারে।
ব্যাটারির ক্যালিব্রেশন বিঘ্নিত হয় - দীর্ঘদিন চার্জে লাগানো থাকলে ল্যাপটপ ব্যাটারির চার্জ রিডিং ভুল হতে পারে। অর্থাৎ, ১০০% দেখালেও প্রকৃত ব্যাটারি আয়ু কমে যায়, ফলে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। কখন চার্জ দেওয়া উচিত?
ব্যাটারি ২০%-এর নিচে নেমে এলে চার্জ দিন। বেশিরভাগ টেক বিশেষজ্ঞের মতে, ব্যাটারি যখন ১৫-২০% হয় তখন চার্জ দেওয়া সবচেয়ে ভাল। আবার ৮০-৯০% পর্যন্ত চার্জ হলেই খুলে নেওয়া শ্রেয়।
মাঝে মাঝে সম্পূর্ণ চার্জ ও ডিসচার্জ করুন। প্রতি মাসে অন্তত একবার ব্যাটারিকে ১০০% পর্যন্ত চার্জ দিয়ে পুরোপুরি ব্যবহার করে আবার ২০%-এ নামিয়ে আনলে ব্যাটারির ক্যালিব্রেশন ঠিক থাকে।
Overcharging রোধে স্মার্ট চার্জিং সেটিং ব্যবহার করুন। অনেক ল্যাপটপে (বিশেষ করে Windows ও macOS-এ) ব্যাটারি হেলথ ম্যানেজমেন্ট ফিচার থাকে, যা চার্জ ৮০%-এ সীমিত করে। সেটি অন রাখলে ব্যাটারির ক্ষতি কম হয়।
চার্জার সবসময় না লাগিয়ে রেখে সচেতন থাকুন। প্রয়োজনে চার্জ দিন, কিন্তু সারাক্ষণ চার্জে রাখার অভ্যাস পরিবর্তন করুন। ল্যাপটপে কাজের সময় চার্জার লাগিয়ে রাখা অভ্যাস না করাই ভাল।