20th June, 2025
'ডুমস ডে ফিশ' বারবার ভেসে ওঠা কীসের ইঙ্গিত? আসছে ভয়ঙ্কর দিন?
Credit - PTI, Instagram
মাত্র ২০ দিনে চারবার ভারতের সমুদ্রে ভেসে উঠল সেই দৈত্যাকার মাছ। অস্ট্রেলিয়া, ক্যালিফোর্নিয়াতেও মিলেছে দেখা।
সম্প্রতি তামিলনাড়ুর উপকূলে প্রায় ৩০ ফুট লম্বা একটি মাছ উঠে আসে। সাতজন লেগেছে শুধু মাছটা ধরার জন্য।
সমুদ্রের অনেক গভীরে থাকা এই মাছের নাম ওর ফিশ। এটি সহজে ভেসে ওঠে না। তাই সন্দেহটা বাড়ছে...।
ওর ফিশকেই বলা হয় 'ডুমস ডে' ফিশ। মনে করা হয় এটি ভেসে ওঠার অর্থ, পৃথিবীর জন্য খারাপ সময় আসছে। কেন বলা হয় এমন?
মূলত জাপানিরাই একসময় 'ডুমস ডে' ফিশ নামটি দিয়েছিল। 'ওর ফিশ' সমুদ্রের অন্তত ১০০ মিটার গভীর বসবাস করে।
এটি অসুস্থ না হলে বা মৃত্যু আসন্ন না হলে এভাবে সমুদ্রে ভেসে ওঠে না। মনে করা হয়, সমুদ্রের গভীরে ভূমিকম্প বা সুনামির ইঙ্গিত এরা সহজেই পায়।
জাপানে নাকি অনেক সময় ভূমিকম্পের আগে এই মাছ ভেসে উঠতে দেখা গিয়েছে। তবে এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
যেহেতু এই মাছের ভেসে ওঠার ঘটনা খুবই বিরল, তাই অনেকেই মনে করেন, এটি আদতে কোনও বড় প্রাকৃতিক দুর্যোগের খবর নিয়ে আসে।