চারদিকে বৃষ্টির স্নিগ্ধতা, ট্রামের ঘণ্টা, ভেজা পথ, আর প্রিয় মানুষের সঙ্গ– এই সময় শহরের কিছু নির্দিষ্ট জায়গা প্রেমের জন্য আরও বেশি উপযুক্ত হয়ে ওঠে।
মনের মানুষের সঙ্গে একটু নিভৃতে সময় কাটাতে যেতে পারেন প্রিন্সেপ ঘাট। হুগলি নদীর ধারে বসে বৃষ্টি দেখা, বৃষ্টিভেজা ব্রিজের আলোর প্রতিফলন আর পুরনো ইউরোপিয়ান স্থাপত্য – এক অসাধারণ রোম্যান্টিক মুড তৈরি করে।
শহরের কোলাহল থেকে দূরে সবুজ আর শান্ত পরিবেশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে এখানে পেতে পারেন এক অনন্য আমেজ। ছাতার নিচে বসে গান শুনতে বা হাত রেখে গল্প করতে যেতে পারেন রবীন্দ্র সরোবর।
ইতিহাসের ঘেরাটোপের মাঝে বর্ষার রোম্যান্স! সবুজ ঘাসে বসে একান্ত সময় কাটানোর উপযুক্ত জায়গা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল। মন চাইলে মনের মানুষের হাত ধরে হাত হাত ধরে একটু হেঁটেও নিতে পারেন।
বিশাল খোলা এলাকা, লেক, ক্যাফে সঙ্গে মনোরম বাগান – সব মিলিয়ে নিভৃতে সময় কাটাতে যুগলদের জন্য ভাল জায়গা হতে পারে ইকো পার্ক।
যেতে পারেন ময়দান। পেয়ে যাবেন বিশাল সবুজ এলাকা, বৃষ্টিভেজা গাছ আর দূরের হাওড়া ব্রিজের দৃশ্য – ক্লাসিক রোমান্সের অনুভূতি।
যেতে পারেন মিলেনিয়াম পার্ক। পেয়ে যাবেন গঙ্গার ধারের মনোরম দৃশ্য, বৃষ্টির ফোঁটা আর দূরে ভাসমান লঞ্চ – এক্কেবারে সিনেম্যাটিক রোমান্স।
এই জায়গাগুলো শুধু ঘোরার জন্য নয়, বরং অনুভব করার জন্য — প্রেমকে আর একটু গভীরভাবে ছুঁয়ে দেখার জন্য।