জীবন বড়ই অনিশ্চিত। কখন কী ঘটে, তা কেউ বলতে পারে না।
করমণ্ডল ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে আহমেদাবাদের প্লেন ক্রাশ, এখন আতঙ্কে সবাই। কোথাও যাওয়ার প্রয়োজন হলে খুঁজছেন সেফ সিট।
বিমান, ট্রেন, বাসে কোনটা সবথেকে সুরক্ষিত সিট জানেন? বুকিং করার আগে মাথায় রাখুন এই বিষয়টি।
বিমানে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে চেষ্টা করুন পিছনের দিকের সিট বুক করার। পরিসংখ্যান বলছে, পিছনের সিটে বসা যাত্রীদের দুর্ঘটনায় মৃত্যুর হার সবথেকে কম। সেখানেই সামনের দিকে বসলে মৃত্যুর সম্ভাবনা ৩৯ শতাংশ।
ট্রেনে যদি কামরার মাঝামাঝি সিট নেন, তবে দুর্ঘটনায় মৃত্যু বা আহত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। মাঝের কামরা অর্থাৎ ট্রেনের ষষ্ঠ থেকে অষ্টম কামরা সবথেকে সুরক্ষিত।
বাসের ক্ষেত্রে সেভাবে সেফ সিট বলা না গেলেও, বাসের বামদিকের সিট নেওয়াই শ্রেয়। বাসের একদম সামনের সিটে বসা উচিত নয়। এতে দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা বেশি।
যদি জাহাজ বা ক্রুজে সফর করেন, তবে ডেক বা কেবিনের কাছে থাকা ভাল। জাহাজে বিপদ হলে, আগে উপরের অংশই ডুবে যায়।
গাড়ি চালালে মাথায় রাখবেন প্যাডেল ও পায়ের মাঝে যেন দূরত্ব থাকে। যদি যাত্রী হিসাবে যান, তবে পিছনের সিটে বসাই শ্রেয়।