15th June, 2025

কেদারনাথ যাওয়ার হেলিকপ্টার ভাড়া কত? দুর্ঘটনা হলে কী ক্ষতিপূরণ দেওয়া হয়?

TV9 Bangla

Credit -  PTI

এ যেন বিপদের ঘনঘটা! আমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মাঝে ফের এক দুর্ঘটনা। এ বার উত্তরাখণ্ডের কেদারনাথে ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। তাতে মৃত্যু হয়েছে ৭ জনের। চলছে উদ্ধারকাজ।

হেলিকপ্টারে যদি কেউ কেদারনাথ যেতে চান, তা হলে তাকে কত টাকা খরচ করতে হয়? আর যাত্রার সময় যদি দুর্ঘটনা ঘটে, তা হলে ক্ষতিপূরণ কত দেওয়া হয়? এমন অনেক তথ্যই অনেকের অজানা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

সম্প্রতি উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির এক হেলিকপ্টার গৌরীকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে এক গভীর জঙ্গলে ভেঙে পড়েছে। জানা গিয়েছে যে, ওই হেলিকপ্টারটি গুপ্তকাশী যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি।

যে ৭ জনের মৃত্যুর খরব পাওয়া গিয়েছে তাদের মধ্যে একটি শিশুও ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ওই কপ্টারে যে ৭জন ছিলেন, তাঁরা হলেন ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান (জয়পুর, রাজস্থান),

দেবী সতীর ৫১ পীঠের এক পীঠ কালীঘাট। সেখানকার মা দক্ষিণাকালী রূপে পূজিত। দক্ষযজ্ঞের আগুনে সতী আত্মঘাতী হওয়ার পর মহাদেব ক্রোধে উন্মত্ত হয়ে পড়েন।

বিক্রম রাওয়াত (উত্তরাখন্ড), বিনোদ দেবী (উত্তরপ্রদেশ), তুষ্টি সিং (উত্তরপ্রদেশ), রাজকুমার সুরেশ জয়সওয়াল (গুজরাত), শ্রদ্ধা রাজকুমার জয়সওয়াল (মহারাষ্ট্র), ২ বছরের একটি শিশু (কাশী)।

কেদারনাথের জন্য হেলিকপ্টার পরিষেবা মূলত ফাটা, সিরসি এবং গুপ্তকাশীর মতো হেলিপ্যাড থেকে পাওয়া যায়। ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং প্রতি বছর চারধাম যাত্রার আগে তা ঘোষণা করা হয়।

ফাটা থেকে কেদারনাথ (রাউন্ড ট্রিপ ভাড়া) জনপ্রতি ৫,৫০০-৬০০০ টাকা। সিরসি থেকে কেদারনাথ ৫ হাজার-৫,৮০০ টাকা, গুপ্তকাশী থেকে কেদারনাথ ৭,৫০০-৮ হাজার।

এই ভাড়া এক ব্যক্তির রাউন্ড ট্রিপের জন্য। শিশু এবং বয়স্ক নাগরিকদের জন্য আলাদা কোনও বিষয় নেই, তবে ওজন সীমার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়।

দুর্ঘটনার ক্ষেত্রে কী ক্ষতিপূরণ পাওয়া যায়? হেলিকপ্টার দুর্ঘটনা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (DGCA) এবং হেলিকপ্টার অপারেটর কোম্পানিগুলি এই ধরনের পরিস্থিতির জন্য নিয়ম ও বিমা নির্ধারণ করেছে।

যদি একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে তা হলে, অপারেটরের নীতির উপর নির্ভর করে, মৃত যাত্রীদের পরিবার বিমার আওতায় ৫ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

আহত যাত্রীদের চিকিৎসা খরচ এবং যে ক্ষতিপূরণ দেওয়া হয়, তার পরিমাণ ভিন্ন হতে পারে। প্রতিটি অপারেটরের জন্য যাত্রীদের জন্য বৈধ বিমা থাকা বাধ্যতামূলক।