25th June, 2025
মহাকাশে গিয়ে কত টাকা পাবেন শুভাংশু শুক্লা? জানলে চমকে যাবেন
TV9 Bangla
Credit - PTI
অপেক্ষার অবসান। অবশেষে মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা।
রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী যিনি মহাকাশে যাচ্ছেন এবং প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন।
৪১ বছর পর ইতিহাস। অ্যাক্সিওম-৪ মিশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। বিপুল আগ্রহ শুভাংশু শুক্লাকে নিয়েও।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা কত টাকা পাবেন জানেন?
উত্তরটা হল, এক টাকাও নয়। ১৪ দিনের এই মহাকাশ সফরের জন্য এক টাকাও পাবেন না তিনি।
এর কারণ হল নাসার সঙ্গে অংশীদারিত্বে অ্যাক্সিওম স্পেসফ্লাইটটি মহাকাশে পাঠানো হয়েছে। ভারতের অংশগ্রহণের খরচ বহন করছে ইসরো ও ভারত সরকার।
অর্থাৎ শুভাংশু শুক্লা নাসা বা অ্যাক্সিওমের কর্মচারী বা মহাকাশচারী হিসাবে মহাকাশে যাচ্ছেন না। তিনি অতিথি মহাকাশচারী হিসাবে মহাকাশে পাড়ি দিলেন।
এই মিশনের জন্য ভারত সরকার ৬৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৫৪৮ কোটি টাকা, বরাদ্দ করেছে।
এর আগে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস আন্তর্জাতিক স্পেস স্টেশনে অভিযানের জন্য ১১৪৮ ডলার পেয়েছিলেন। তবে শুভাংশু শুক্লা এক টাকাও পাবেন না।
আরও পড়ুন