5th July, 2025
মাত্র ১১০ টাকায় কীভাবে কলকাতা থেকে পুরী যাবেন?
TV9 Bangla
Credit - Getty Images,
PTI
সারা বছরই কলকাতা থেকে পুরী যাওয়ার ভিড় লেগেই থাকে। বিশেষ করে রথের সময় টিকিট পাওয়াই দায় হয়ে ওঠে।
লক্ষ লক্ষ মানুষ পুরীতে যান জগন্নাথ দর্শনে আর সঙ্গে সমুদ্রের ধারে একটু সময় কাটাতে।
কখনও কখনও ট্রেনে টিকিট পাওয়া এতটাই কঠিন হয়ে পড়ে যে ইচ্ছা থাকলেও উপায় হয় না।
তবে পুরী যাওয়ার একটি সহজ উপায় আছে। একটু কষ্ট হলেও কম খরচে পুরী যেতে চাইলে এই বিকল্প বেছে নিন।
হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে চলে যান জল্পেশ্বর। ওড়িশার ওই স্টেশন পৌঁছতে সময় লাগবে ৪-৫ ঘণ্টা।
হাওড়া থেকে জল্পেশ্বরের টিকিটের দাম মাত্র ৪৫ টাকা। মাঝে পড়বে কোলাঘাট, খড়্গপুরের মতো ২১টি স্টেশন।
হাওড়া থেকে বিকেল ৪টে ৫০মিনিটে ছাড়ে সেই ট্রেন। জল্পেশ্বর পৌঁছয় রাত ৮টা ৫০ মিনিটে। সেখানে ওয়েটিং রুমে কয়েক ঘণ্টা বসে কাটিয়ে দিন।
পরের দিন ভোর ৪টে ৫০ মিনিটে জল্পেশ্বর থেকে পুরী যাওয়ার মেমু ট্রেন পাবেন। দুপুর ১২টা ৩৫-এ ট্রেন পৌঁছবে পুরী।
জল্পেশ্বর থেকে পুরী যাওয়ার ট্রেনের টিকিট পড়বে ৬৫ টাকা। অর্থাৎ সব মিলিয়ে মাত্র ১১০ টাকায় পৌঁছে যাবেন হাওড়া থেকে পুরী। যাত্রার সময় লাগবে মোট ২০ ঘণ্টা।