20th June, 2025

উধাও হবে রসুনের গন্ধও, স্টেইনলেস স্টিলের সাবান মেখেছেন কখনও?

TV9 Bangla 

Credit -  Pinterest 

বাজারে অনেক দামী দামী সাবান তো মেখেছেন। তবে এখন বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে এই স্টেইনলেস স্টিলের সাবান।

সাধারণ সাবানের মতোই ডিম্বাকার এই স্টিল সোপ। একটু জল দিয়ে হাতে ঘষলেই সব গন্ধ গায়েব!

বিশেষ করে পেঁয়াজ, রসুন বা কাঁচা মাছের গন্ধও নিমেষে উধাও হবে এই সাবানে। যেন ম্যাজিক...!

আসলে এর পিছনে আছে কেমিস্ট্রি! স্টিলের সাবানের মধ্যে থাকা ক্রোমিয়াম অক্সাইড স্তর তৈরি করে।

এদিকে, রসুনে থাকা সালফার হাতে লেগে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। যার গন্ধ পচা ডিমের মতো।

সাবানের উপরে থাকা ক্রোমিয়াম অক্সাইড হাতে দিলে সালফিউরিক অ্যাসিড শুষে নেয় খানিকটা।

এরপর সাবানটি ধুয়ে নিলেই সালফারের কম্পাউন্ডও ধুয়ে যায়। ফলে আবারও ব্যবহার করা যায়।

অনলাইনে কিনতে পারবেন এই সাবান। দাম ২৫০ থেকে ৩০০ টাকার ভিতরে।