12 JUL 2025

কারও সাহায্য লাগবে না, নিজেই জেনে নিন প্রেসক্রিপশনে লেখা ডাক্তারি কোডগুলির অর্থ

Credits:, freepik

TV9 Bangla

খানিক মজার ছলেই আমরা বলে থাকি যে ডাক্তারের হাতের লেখা পড়তে পারেন সে সব পারেন। আসলে এত দ্রুত চিকিৎসকরা লেখেন যে বেশিরভাগের হাতের লেখা ভাল হয় না।

অনেক সময় লক্ষ্য করলে দেখা যায় প্রেসক্রিপশনে ওষুধ লেখার পরে তা কখন খেতে হবে সেটাও লিখে দেন ডাক্তারবাবুরা। সেটা লেখার জন্য বিশেষ কিছু কোড ব্যবহার করেন তাঁরা।

বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের দোকানের লোকেরা লিখে দেন কোন ওষুধ কখন খেতে হবে। তবে একবার কোনওটা ভুলে গেলেই হল! আবার প্রেসক্রিপশন নিয়ে ছুটতে হয় ফার্মাসিস্টের কাছে।

যদি সেই সব বিশেষ কোডগুলির মানে জানা থাকত তাহলে আর এত হ্যাপা থাকত না। প্রেসক্রিপশনে লেখা কোন কোডের কী মানে? দেখে নিন এই প্রতিবেদনে।

AC (Ante Cibum) - খাবারের আগে।  PC (Post Cibum) - খাবারের পরে।  CC (Cum Cibum) - খাবারের সঙ্গে।

NPO (Nil Per OS) - কিছু খাওয়া যাবে না। PO (Per OS) - মুখ দিয়ে খেতে হবে।  IM (Intramuscular) - মাংসে বা পেশিতে ইনজেকশন দিতে হবে।  IV (Intravenous) - শিরায় ইনজেকশন দিতে হবে।

SC (Subcutaneous) - ত্বকের নিচে ইনজেকশন দিতে হবে।  HS (Hora Somni) - ঘুমোতে যাওয়ার সময়। SOS (Si Opus Sit) - খুব জরুরি প্রয়োজন হলে।  PRN (Pro Re Nata) - প্রয়োজন মতো।

OD (Omni Die) - দিনে ১ বার। BD (Bis Die) - দিনে ২ বার। TDS (Ter Die Sumendum) - দিনে ৩ বার।