সাদা তো হামেশাই দেখেন, যানবাহনে হলুদ নম্বর প্লেট দেখেছেন? এর অর্থ কী?
TV9 Bangla
Credit - Freepik , Getty Images, X
যানবাহনে নম্বর প্লেট অতি অবশ্যই থাকে। 'মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৮৮' অনুসারে প্রতিটি গাড়ির নম্বর প্লেটে সেই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর থাকে।
সেই রেজিস্ট্রেশন নম্বরটি স্থানীয় RTO অফিস থেকে ইস্যু করা হয়। তবে নানা গাড়ির নম্বর প্লেটে রয়েছে নানা রং। কোনওটা সাদা, কালো, তো কোনওটা আবার হলুদ।
সাদা রংয়ের নম্বর প্লেট সবেচেয়ে বেশি নজরে পড়ে। তবে আপনি কি জানেন হলুদ রংয়ের নম্বর প্লেটের অর্থ কী? প্রথমেই বলা যাক সাদা রংয়ের গাড়ির নম্বর প্লেটের কথা।
ভারতে খুবই সাধারণ এই রংয়ের নম্বর প্লেট। এটির গায়ে কালো অক্ষরে লেখা থাকে গাড়ির নম্বর। শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই ব্যবহারের জন্য এই ধরনের নম্বর প্লেট দেওয়া গাড়ি ব্যবহার করা যায়।
এ বার আসা যাক গাড়িতে থাকা হলুদ রংয়ের নম্বর প্লেটে। রাস্তাঘাটে এই রংয়ের নম্বর প্লেটের গাড়ি যে খুব বেশি দেখা যায়, তেমনটা নয়।
কারণ এটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যে সকল যানবাহন বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়, তাদের জন্য এই রং। ট্যাক্সি, ব্যক্তিগত ক্যাব, ট্রাক এবং বাসে তাই দেখা যায় হলুদ রংয়ের নম্বর প্লেট থাকে।
আসলে গাড়িটির যদি বাণিজ্যিক পারমিট থাকে, তবে সেটির নম্বর প্লেটের রং হবে হলুদ। এর ফলে সেই গাড়ির মালিককে ট্যাক্স দিতে হয় সরকারকে।
তাই হলুদ রংয়ের নম্বর প্লেট থাকা যে কোনও যানবাহন বাণিজ্যিক দিক আইনসম্মত। এবং এটি যাত্রী বা পণ্য পরিবহনে আইনি ব্যবহারের অনুমতিও পায়।