থাকে না কোনও ডাক্তার, মহাকাশ স্টেশনে কেউ অসুস্থ হয়ে পড়লে কী ভাবে তাঁর চিকিৎসা হয়?
credit:PTI
TV9 Bangla
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, প্রথম ভারতীয় যিনি পা রেখেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মহাকাশে পাড়ি দিয়েই প্রথমে একটু অসুস্থ বোধ করছিলেন শুভাংশু। যদিও পরে তা ঠিক হয়ে যায়।
শুভাংশু শিখছিলেন বাচ্চাদের মতো হাঁটতে, কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এটা তো ছোট বিষয়। যদি কেউ মহাকাশে গিয়ে বড় কোনও রোগের স্বীকার হয় তখন কী ভাবে হয় তাঁর চিকিৎসা? ওখানে থাকে না কোনও চিকিৎসকও, কে বাঁচায় মহাকাশচারীদের প্রাণ?
মহাকাশে কোনও হাসপাতাল বা জরুরি চিকিৎসাকেন্দ্র নেই। স্পেস এজেন্সিগুলি পুরোপুরি প্রস্তুত থাকে। মহাকাশে যাওয়ার আগে মহাকাশচারীদের প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। ISS-এ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখা হয়।
প্রতিটি মিশনে একজন মহাকাশচারীকে 'ক্রু মেডিক্যাল অফিসার' হিসেবে মনোনীত করা হয়, যিনি সাধারণত চিকিৎসক না হলেও কিছু চিকিৎসা প্রশিক্ষণপ্রাপ্ত হন। তাঁর কাছে একটি মেডিকেল কিট থাকে, যাতে থাকে - ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যালার্জির ওষুধ।
থাকে পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র, ডিফিব্রিলেটর, CPR (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) যন্ত্রপাতিও। মহাকাশে অনান্য চিকিৎসার তুলনায় CPR দেওয়া কঠিন। NASA জানিয়েছে, মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণ বা জিরো গ্র্যাভিটিতে বুক চেপে ধাক্কা দেওয়া কঠিন হয়ে পড়ে। যা CPR-এর জন্য অপরিহার্য।
এজন্য বিশেষভাবে পা বাঁধার বা শরীর স্থির রাখার ব্যবস্থা থাকে, যাতে CPR করা সম্ভব হয়। NASA-র মিশন কন্ট্রোল সেন্টার থেকে রিয়েল টাইম ভিডিয়ো ও অডিয়োর মাধ্যমে চিকিৎসকরা সাহায্য করেন। ISS থেকে পাঠানো বায়োমেট্রিক ডেটা বিশ্লেষণ করে ধাপে ধাপে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
যদি কারও স্বাস্থ্য এতটাই খারাপ হয় যে ISS-এ চিকিৎসা সম্ভব না হয়, তখন জরুরি অবতরণের ব্যবস্থা থাকে। ISS-এ সর্বদা একটি Soyuz বা SpaceX Dragon ক্যাপসুল ডক করে রাখা হয়, যেটি ৩–৫ ঘণ্টার মধ্যে মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে।
সাধারণত এই ক্যাপসুল কাজাখস্তানের সমতলে অবতরণ করে। সেখান থেকে রোগীকে NASA বা রাশিয়ান স্পেস এজেন্সির চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে একে সর্বশেষ উপায় হিসেবে ধরা হয়। বিগত ২০ বছরেরও বেশি সময়ে, এখনও পর্যন্ত কোনও মহাকাশচারীকে শুধুমাত্র অসুস্থতার কারণে মহাকাশ থেকে ফিরিয়ে আনতে হয়নি।