পৃথিবীর এই ৭ দেশে নেই কোনও মসজিদ! তালিকায় ভারতের পড়শিও
credit:TV9
TV9 Bangla
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। পরিসংখ্যান বলছে মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশই এই ধর্মের মানুষ। এমনকি বিশ্বের হিন্দু প্রধান দেশগুলিতেও মুসলিম ধর্মালম্বী মানুষের অস্তিত্ব রয়েছে। প্রার্থনার জন্য আছে মসজিদ।
আপনি কি জানেন পৃথিবীতে এমনও ৭ দেশ আছে যেখানে কোনও মসজিদ নেই। জানেন কোন কোন দেশে কোনও মসজিদ নেই?
তালিকায় আছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে। এই দেশের উত্তর এবং উত্তর-পূর্ব সীমান্তে রয়েছে ব্রাজিল। পশ্চিম সীমান্তে আছে আর্জেন্তিনা।
স্লোভাকিয়া, অফিসিয়ালে পরিচিত স্লোভাকিয়া রিপাকবলিক নামে। ইউরোপের এই দেশে আজও নেই কোনও মসজিদ। এখানে মুসলিমদের প্রকাশ্যে নামাজ পড়ার অনুমতি নেই। নিজেদের বাড়িতে অবশ্য উপাসনা করতে পারেন।
এই তালিকায় কিন্তু আছে ভারতের প্রতিবেশীও। ছোট্ট দেশে ভুটান। হিমালয়ের কোলে এই দেশের মূলত বৌদ্ধ ধর্মালম্বীদের বাস।
মধ্য আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র সাও তোমে এবং প্রিন্সপি। এখানেও আজ পর্যন্ত নেই কোনও মসজিদ।
অফিসিয়ালি পরিচিত রিপাবলিক অব এস্তোনিয়া নামে। উত্তর ইউরোপে ছোট্ট এই দেশের সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা যায় না। এখানেও নেই কোনও মসজিদ। এখানকার মুসলিম জনজাতি একটি হল ঘরে জড় হয়ে উপাসনা করেন।
বিশ্বের সবচেয়ে ছোট গণতন্ত্রের দেশ সান মারিনো। এই ছোট্ট দেশটিতেও কিন্তু নেই একটাও মসজিদ।