মিলনের পরই গিলে খায় পুরুষ সঙ্গীকে! আপনার আশেপাশেই আছে সেই সব ভয়ানক স্ত্রী
credit:TV9
TV9 Bangla
প্রকৃতি বড়ই বিচিত্র। কখনও সে অপার সুন্দর, আবার কখনও নির্মম। জানেন এমন কিছু প্রাণী আছে যাদের স্ত্রী প্রজাতি ভয়ঙ্কর নির্মম। এমনকি সঙ্গমের পরেই গিলে খেয়ে ফেলে নিজের সঙ্গীকেই। বিজ্ঞানের ভাষায় একে বলে যৌন নরভোজিতা (sexual cannibalism)। জানেন তারা কারা?
প্রেয়িং ম্যান্টিস (Praying mantises) - এই পতঙ্গদের মধ্যে যৌন নরভোজিতা খুবই পরিচিত। স্ত্রী ম্যান্টিসরা প্রায়ই মিলনের সময় বা পরে পুরুষটিকে খেয়ে ফেলে। গবেষণায় দেখা গেছে, এটি স্ত্রীটির প্রজনন সাফল্য বাড়ায় কারণ এতে সে অতিরিক্ত পুষ্টি পায়।
রেডব্যাক মাকড়সা (Redback spiders) - রেডব্যাক স্ত্রী মাকড়সারা প্রায়ই পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে। পুরুষ মাকড়সা নিজের ইচ্ছায় স্ত্রীর মুখের দিকে এগিয়ে আত্মবলিদান করে। এর ফলে মিলনের সময় দীর্ঘ হয় ও সাফল্যের সম্ভাবনাও বেড়ে যায়।
ব্ল্যাক উইডো মাকড়সা (Black widow spiders) - এই নামটির মধ্যেই সঙ্গীকে খাওয়ার ইঙ্গিত আছে। যদিও সব প্রজাতিতে এটি নিয়মিত ঘটে না। যেমন, উত্তর আমেরিকার Latrodectus hesperus প্রজাতিতে এই লক্ষণ খুব কম।
ব্লু-লাইন্ড অক্টোপাস (Blue-lined octopuses) - এই পুরুষ অক্টোপাসরা স্ত্রী অক্টোপাসদের হাত থেকে বাঁচতে অভিনব কৌশল নেয়। মিলনের সময় তারা একটি শক্তিশালী নিউরোটক্সিন (টেট্রোডোটক্সিন) স্ত্রীর শরীরে প্রবেশ করায়। যাতে সে কিছু সময়ের জন্য প্যারালাইজড থাকে এবং cannibalism এড়ানো যায়।
গ্রিন এনাকোন্ডা (Green anacondas) - এই বিশাল সাপ প্রজাতির স্ত্রী সদস্যরা মিলনের পর পুরুষটি অ্যানাকোন্ডাকে খেয়ে ফেলতে পারে। মনে করা হয়, গর্ভধারণের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেতে তারা এটি করে। যদিও এ বিষয়ে বিস্তারিত গবেষণা এখনও চলছে।
সবুজ ও সোনালি বেল ব্যাঙ (Green and golden bell frogs)- সম্প্রতি এমন ঘটনা ধরা পড়েছে যেখানে স্ত্রী ব্যাঙ মিলনের পর পুরুষ ব্যাঙকে খাওয়ার চেষ্টা করে। যদিও এটি বিরল, তবুও এই প্রজাতির মধ্যেও যৌন নরভোজিতা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্র্যাব স্পাইডার (Crab spiders) - এই প্রজাতিতে যৌন নরভোজিতা মাঝারি মাত্রায় দেখা যায়। বয়স্ক পুরুষরা বেশি ঝুঁকিতে থাকে, বিশেষত প্রজনন ঋতুর শেষ দিকে, যখন স্ত্রীদের আক্রমণাত্মক আচরণ বেড়ে যায়।