16th June, 2025

কেন এটি 'মৃত্যু রেলপথ'? কারণ জানলে বুক কেঁপে উঠবে

Credit -  Facebook

ডেথ রেলওয়ে। নামটা শুনলেই বুক কেঁপে ওঠে। প্রচুর মানুষ আজও দেখতে যান এই রেলপথ।

আসলে এই রেলপথ নির্মাণ এক অন্ধকার অধ্যায়ের কথা বলে। চরম নিষ্ঠুরতার ঘটনা ঘটেছিল।

এই রেলপথ নির্মাণে ২.৪০ লক্ষ বন্দিকে কাজে লাগানো হয়েছিল। কিন্তু তাদের অর্ধেকও ফিরে আসেনি।

জানা যায়,১৯৪৩ সালের ১৭ অক্টোবর এই কাজ শেষ হয়। থাইল্যান্ডের কাঞ্চনবাড়ি থেকে নাম টোক পর্যন্ত রয়েছে এই লাইন।

সেই সময় জাপানি সেনাবাহিনী ওই শ্রমিকদের দিনরাত কাজ করাত। পশুর মতো আচরণ করত তাদের সঙ্গে।

কলেরা, ম্যালেরিয়া, আমাশয়, অনাহার এবং ক্লান্তিতে ১ লক্ষের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছিল।

বিপজ্জনক বন, পাহাড়, নদী, ঝর্ণার মধ্যে দিয়ে জাপান যে কোনও মূল্যে এই রেললাইন নির্মাণ করতে চেয়েছিল।

জাহাজপথের খরচ কমাতেই তৈরি করা হয়েছিল এই রেল লাইন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪২ সালে, জাপান থাইল্যান্ড এবং বার্মাকে সংযুক্ত করার জন্য এই রেললাইন নির্মাণ করে।