15th June, 2025
এই ট্রেনের ভিতর থাকবে বাথটাব, দেখা যাবে সিনেমাও
Credit - Instagram
ধূসর মরুভূমির মধ্যে দিয়ে ছুটবে ট্রেন। ভিতরে বিলাসব্যসনের সব আয়োজন। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ডেকরেশন।
২০২৬ থেকে চালু হবে সেই ট্রেন। আপার-মিডল বার্থ ভুলে যান, এই ট্রেনের কামরায় থাকছে সোফা থেকে আরামদায়ক বিছানা, ডাইনিং রুম।
Dream of the Desert নামে সংস্থা এই ট্রেন চালাবে। সংস্থার কর্তারা বলছেন ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা পাবেন যাত্রীরা।
এই ট্রেনে থাকছে ১৪টি কামরা। তার মধ্যেই থাকবে ৩৪টি স্যুট রুম। মরুভূমির মধ্যে দিয়ে ১৩০০ কিমি পার করবে এই ট্রেন।
বালি আর সোনার রঙে সাজানো হয়েছে এই ট্রেন। থাকবে নানা ধরনের ছবিতে সাজানো দেওয়াল।
সৌদি আরবে রেলের এই প্রজেক্টের কাজ প্রায় শেষের পথে। এটাই হবে ওই দেশের প্রথম লাক্সারি ট্রেন।
প্রতিটি স্যুটের সঙ্গে থাকবে প্রাইভেট বাথরুম। কয়েকটি বাথরুমে থাকবে বাথটাবও।
ট্রেনে থাকবে সিনেমা রুমও। যাত্রীদের পছন্দ মতো খাবার বানিয়ে দেবে ট্রেনের কিচেনে থাকা শেফরা।
আরও পড়ুন