24 JUN 2025

আমেরিকা শেষের দিকে, তালিকায় নেই চিন, রাশিয়া, ভারত! বিশ্বের ১০টি ধনীতম দেশ কারা?

credit:TV9

TV9 Bangla

পৃথিবীতে ১৯৩টি দেশ আছে। কখনও ভেবে দেখেছেন এই ১৯৩টি দেশের মধ্যে কে সবচেয়ে ধনী? কেউ কেউ হয়তো বলবেন আমেরিকা, চিন বা রাশিয়ার কথা। কিন্তু জিডিপি বেশি থাকা মানেই সবচেয়ে ধনী দেশ হওয়া নয়।

তার জন্য আরও অনেক মানদণ্ড রয়েছে। ওয়ার্ল্ড অ্যাটলাস সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের ১০টি ধনী দেশের তালিকা। জানেন কারা কারা স্থান পেয়েছে সেখানে?

WorldAtlas.com অনুসারে, বিশ্বের সবচেয়ে ধনী দেশের তকমাও পেয়েছে সিঙ্গাপুর। ২০২৫ সালের মধ্যে এই দেশে মাথাপিছু আয় সর্বাধিক হতে পারে। দ্বিতীয় স্থানে রয়েছে লাক্সেমবার্গ। ২০২৫ সালের মধ্যে এঁদের মাথাপিছু আয় আরও বাড়তে পারে।

তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে আয়ারল্যান্ডের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কাতার। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এঁদের অর্থনীতির মূল চাবিকাঠি।

নরওয়ে ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি। আবার বিশ্বের পঞ্চম ধনী দেশও। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, নরওয়ের মাথাপিছু জিডিপি ৮৯,৬৯০ মার্কিন ডলার। সম্পদের দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড।

ব্রুনাই বিশ্বের সপ্তম ধনী দেশ। এর অর্থনীতি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।  অষ্টম স্থানে রয়েছে গায়ানা। অফশোর তেলের খনি খুঁজে পেতেই ঘুরে যায় এই দেশের অর্থনীতি।

জিডিপির তুলনায় বিশ্বে প্রথম স্থানে থাকলে ধনীতম দেশের তালিকায় নবম স্থানে জায়গা জুটেছে আমেরিকার। আমেরিকার অর্থনীতির প্রধান ক্ষেত্র হল এর পরিষেবা খাত। উচ্চ আয়ের দেশগুলির মধ্যে দশম স্থানে রয়েছে ডেনমার্ক।

প্রসঙ্গত, সম্প্রতি পঞ্চম থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে উঠে এসেছে ভারত। জাপানের সঙ্গে একই স্থানে অবস্থান করছে ভারতও। খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলেই ধারণা।