18th June, 2025
ফেলু-ব্যোমকেশের বাবা! বিশ্বের সেরা গোয়েন্দা এরাই...আপনিও হতে পারেন
TV9 Bangla
Credit - Pixabay
ইরান-ইজরায়েলের মধ্যে সংঘাত চরমে। প্রায় যুদ্ধ লেগে গিয়েছে দুই শক্তিধর দেশের। দুই দেশই নিজেদের ক্ষমতা দেখাচ্ছে।
একদিকে ইরান যেখানে প্রায় পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে, সেখানেই ইজরায়েল তাদের একের পর এক অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা করছে।
তবে ইজরায়েলের কাছে এমন এক হাতিয়ার আছে, যা আর কারোর কাছে নেই। নাহ, এটা আক্ষরিক অর্থে অস্ত্র নয়, বরং বলা চলে ইজরায়েলের শিরদাঁড়া।
মোসাদ। ইজরায়েলের গোয়েন্দা বাহিনী। ইজরায়েল বিভিন্ন দেশে যে সফল অভিযান চালিয়েছে, তার পিছনে রয়েছে মোসাদেরই হাত।
বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা বাহিনী বলা হয় মোসাদকে। এবারও ইজরায়েল যেভাবে ইরানের উপরে হামলা চালাচ্ছে, তার পরিকল্পনা করেছিল এই মোসাদ বাহিনীই।
জানেন কি, মোসাদে চাকরি কীভাবে হয়? এর জন্য বিশেষ কোনও কাঠখড় পোড়াতে হয় না। শুধু একটা আবেদন করলেই হয়।
মোসাদের নিজস্ব ওয়েবসাইটেই রয়েছে এই আবেদনপত্র। সেটা পূরণ করে সাবমিট করলেই মোসাদ যোগাযোগ করবে নিজে থেকে।
যদি আপনার মধ্যে সেরা গোয়েন্দা হওয়ার দক্ষতা থাকে, তবে মোসাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। তার জন্য নাম, ঠিকানা, নাগরিকত্বের মতো তথ্য জানালেই হবে।
আরও পড়ুন