14th June, 2025

গরমে কোন শহর সবথেকে বেশি বিয়ার পান করল?

TV9 Bangla

Credit - Pixabay

গরমের রাতে একটু প্রাণ জুড়াতে অনেকেই বসে পড়েন এক গ্লাস বিয়ার নিয়ে। উইকএন্ড হলে বা বড় কোনও ম্যাচ থাকলে তো সোনায় সোহাগা।

বিয়ার প্রেমী অনেকেই। তবে এই গরমে সবথেকে বেশি বিয়ার পান করল কোন শহর জানেন?

দিল্লি, কলকাতা বা মুম্বই নয়, বিয়ার পানে বড় বড় শহরকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে উত্তর প্রদেশের এক ছোট শহর।

উত্তর প্রদেশের আলিগড় দেশের বাকি সব শহরকে হার মানিয়ে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মাত্র ৪৩ দিনেই এখানের মানুষ প্রায় ২৬ কোটি টাকার বিয়ার পান করেছে।

আলিগড়ে মোট ৪৯টি মদ বিক্রয় কেন্দ্র রয়েছে। তথ্য অনুযায়ী, ৪৩ দিনে মোট ৭.৯৫ লক্ষ বিয়ার ক্রেট বিক্রি হয়েছে।

যদি প্রতি ক্রেটে ১২টি বোতল থাকে, তবে আলিগড়ে প্রায় ৯৫ লক্ষ বোতল বিক্রয় হয়েছে।  প্রতিদিন গড়ে ২.২ লক্ষেরও বেশি বোতল বিয়ার বিক্রি হয়েছে।

 গত বছর মে মাসে ১৯ কোটি টাকার বিয়ার এবং জুনের প্রথম ১১ দিনে ৬ কোটি ৩০ লক্ষ টাকার বিয়ার বিক্রি হয়েছিল।

এ বছর মে মাসে ১৯ কোটি টাকার বিয়ার এবং জুনের ১১ দিনে ৬ কোটি ৮৫ লক্ষ টাকার বিয়ার বিক্রি হয়েছে।

 গত বছরের তুলনায় বিয়ার বিক্রি ১৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।