নাড্ডার পর সভাপতি হওয়ার দৌড়ে সবার আগে নাম উঠে আসছে ধর্মেন্দ্র প্রধানের। তিনি ওবিসি নেতা। কেন্দ্রীয় মন্ত্রী। সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। কেন্দ্রীয় নেতৃত্বের কাছের একজন নেতা।
বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। বর্তমানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সভাপতি হওয়ার দৌড়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নামও উঠে আসছে। তাঁর বয়স ৫৫ বছর। তাঁর ও ধর্মেন্দ্র প্রধানের বয়স একই। নবীন নেতার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলে তাঁরা এগিয়ে থাকবেন।
দৌড়ে রয়েছেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বর্তমানে তিনিও কেন্দ্রীয় মন্ত্রী। জননেতা হিসেবে পরিচিত। সংগঠনের তৃণমূলস্তরে কাজের অভিজ্ঞতাও রয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মহিলা মুখ নিয়েও ভাবনাচিন্তা চলছে। এখনও পর্যন্ত বিজেপির সভাপতি পদে কোনও মহিলা বসেননি।
২০২০ সালের ২০ জানুয়ারি অমিত শাহর জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন জেপি নাড্ডা। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী।
নাড্ডার আগে ২০১৪ সালের ৯ জুলাই থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত সভাপতি ছিলেন অমিত শাহ।
কবে সভাপতি নির্বাচন সম্পন্ন হতে পারে? আগামী ২১ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু। তার আগেই নতুন সভাপতি নির্বাচন সম্পন্ন হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হন, সেটাই এখন দেখার।