14 JUN 2025

খ্রীস্টান, মুসলিম থেকে ইহুদি, জেরুজালেম কেন সবার কাছেই পবিত্র?  

credit:TV9

TV9 Bangla

জেরুজালেম কেবল ইজরায়েলের রাজধানী নয়। বিশ্বের তিন তাবড় ধর্মীয় কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ্রীস্টান, মুসলিম হোক বা ইহুদি কেন এই ৩ ধর্মের মানুষের কাছে এত পবিত্র এই জায়গা?     

ইহুদি ধর্মে জেরুজালেমকে পবিত্র শহর বলে গণ্য করা হয়। এখানে ছিল তাঁদের পবিত্র মন্দির। বিশ্বাস অনুযায়ী, রাজা দাউদ জেরুজালেমকে রাজধানী করেছিলেন এবং তাঁর পুত্র রাজা সলোমন এখানে মন্দির স্থাপন করেছিলেন।

ওয়েস্টার্ন ওয়াল বা কোটেল (প্রাচীর) সেই দ্বিতীয় মন্দিরের অংশ হিসেবে টিকে রয়েছে — যা আজও ইহুদিদের কাছে বিশেষ পুণ্যস্থান ও উপাসনার কেন্দ্র।

খ্রিস্টান ধর্মে জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই জেরুজালেম প্রভু যিশুর জন্মস্থল। যিশু খ্রিস্টের জীবন ও মৃত্যুসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা জেরুজালেমে সংঘটিত হয়েছে বলে বিশ্বাস।

বিশ্বাস অনুযায়ী, যিশু এখানেই ক্রুসিবদ্ধ হন। তাকে সমাধিস্থ করা হয়। তাই জেরুজালেম খ্রিস্টান ধর্মে অপরিসীম গুরুত্ব বহন করে — বিশেষ করে গলগোথা পাহাড়, হলি সেপালকার গির্জা, ও অলিভ মাউন্ট।

একই ভাবে গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মেও। মক্কা ও মদীনার পর তৃতীয় পবিত্র শহর জেরুজালেম। বিশ্বাস, হযরত মুহাম্মাদ এখানে রাতের সফর (ইসরা ও মিরাজ) করেছিলেন ।

মনে করা হয় আল আকসা মসজিদ থেকেই ঊর্ধ্বলোকে যাত্রা শুরু করেন তিনি। আল আকসা মসজিদ ও ডোম অফ দ্য রক মুসলিম বিশ্বাসে অপরিবর্তনীয় ও পুণ্যময় স্থান হিসেবে গণ্য হয়।

সংক্ষেপে বললে, জেরুজালেম ইহুদি, খ্রিস্টান ও মুসলিম — সবাইর কাছে বিশ্বাস, ইতিহাস ও আত্মবিশ্বাসের কেন্দ্র। তাই শহরটি ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ।