10 JUN 2025

জড়িয়ে ধড়লেই হবে! তার জন্য মহিলারা দু'হাতে বিলোচ্ছে টাকা, কোথায় চলছে আজব ট্রেন্ড?  

credit:TV9

TV9 Bangla

করতে হবে না কোনও আপত্তিকর কাজ। প্রয়োজন নেই যৌন সঙ্গমের। শুধু জড়িয়ে ধরলেই হবে। তাও কোনও একান্ত পরিবেশে নয়। ভরা রাস্তায় সকলের সামনে। পাঁচ মিনিট জড়িয়ে ধরলেই বিনিময়ে পাবেন টাকা।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মাত্র ৫ মিনিট পুরুষদের জড়িয়ে ধরতেই ৬০০ টাকা পর্যন্ত খরচ করছেন মহিলারা। এই অদ্ভুত ট্রেন্ড দেখা মিলেছে চিনে।

চিনা ভাষায় এঁদের ডাকা হচ্ছে 'ম্যান মামস' নামে। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর এক কালে চিনে সুঠাম এবং পেশিবহুল পুরুষদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হত।

ম্যান মামসের অর্থ কেবল মাত্র সুঠাম চেহারার অধিকারী পুরুষকেই বোঝাই না। এর অর্থ যে সুঠাম পুরুষের বাইরে থেকে শক্ত হলেও মনের দিক থেকে অত্যন্ত নরম।

অনুভূতিপূর্ণ এই ধরনের শক্ত সামর্থ পুরুষদের চাহিদা বাড়ছে দিন দিন। যাঁদের জড়িয়ে ধরলে আত্মজনের উষ্ণতা পাওয়া যায়। ভালবাসার অনুভূতি হয়।

মনরোগ বিশেষজ্ঞদের মতে দিন দিন বাড়ছে মানুষের একাকীত্ব। আর এটি তারই প্রতিফলন। বিশেষ যে সব মহিলার বাবা-মা নেই। প্রেমিকও নেই। তাঁরা মনের শান্তি খুঁজতে এমন পুরুষদের ভাড়া করছেন।

চ্যাটিং অ্যাপে স্থির করা হয় অ্যাপয়ন্টেমেন্ট। তারপর শপিং মল বা স্টেশন বা কোনও জন বহুল এলাকায় স্থির হয় দেখা করার জায়গা এবং সময়।

সমাজমাধ্যমে বহু মহিলা জানিয়েছেন ম্যান মামের সঙ্গে দেখা করার অভিজ্ঞতার কথা। একজন সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজের বাজেট উল্লেখ করে ম্যান মামের সন্ধান চেয়েছেন। মহিলাদের দাবি মানসিক ভাবে হালকা হতে পারছেন তাঁরা।