বিশ্বের একমাত্র স্বঘোষিত হিন্দু শহর কোথায় রয়েছেন জানেন? তাদের আবার রয়েছে নিজস্ব মুদ্রা। যাতে ছবি রয়েছে ভগবান রামের।
নাম মহর্ষি বৈদিক শহর। আমেরিকার লোয়া প্রদেশে এটির অবস্থান। যা ২০০১ সালে তৈরি করেন মহর্ষি মহেশ যোগী।
আমেরিকার এই ছোট্ট শহরে এখনও পাঠ হয় শতপ্রাচীন বেদ। এমনকি, এই শহরের নিজস্ব আইনশৃঙ্খলাও তৈরি হয়েছে বেদের উপর ভিত্তি করে।
শুধু বেদই নয়। এই মার্কিন শহরের মুদ্রায় রয়েছে ভগবান রামের ছবি। যা সেখানে রাম মুদ্রা নামে পরিচিত। আর এই টাকা দিয়েই কেনাকাটি করে সেই শহরের মানুষজন।
শত বছর আগের ভারতের ছোট্ট রূপ এই শহর। যেখানে ঘর-বাড়ি তৈরি হয়েছে বেদের নিয়ম মেনে।
সব থেকে আশ্চর্যের বিষয় হল, সেই শহরের বাসিন্দারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেও ইংরেজি পাশাপাশি কথা বলেন প্রাচীন সংস্কৃত ভাষায়।
এমনকি, সেই শহরের বাসিন্দাদের জন্য একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় রয়েছে। যার নাম মহর্ষি বিশ্ববিদ্যালয়। সেখানে দিনে দু'বেলা প্রায় হাজার-দেড়েক মানুষ এসে যোগব্যায়াম করে থাকেন।
কীভাবে সেখানে জীবিকা নির্বাহ করে মানুষ? মূলত, পর্যটন ও কৃষিকাজ। এই দুইয়ের মেলবন্ধনেই সাধারণ, নির্লিপ্ত জীবন কাটান সেখানকার বাসিন্দারা।