সারাদিন ঠোঁটে যে লিপস্টিক মাখেন, তা আসলে একটা পোকা, আগে জানতেন?
credit:Getty Images, Freepik
TV9 Bangla
কেউ প্রেমে পড়েন মহিলাদের চোখের, কেউ মুখের। আবার কেউ কেবল প্রেমিকার ঠোঁট দেখেই হাবুডুবু খান প্রেমে। নিজের ঠোঁটকে আরও সুন্দর ও লাস্যময়ী করে তোলার প্রবণতাও দেহা যায় মহিলাদের মধ্যে।
সেই কারণেই লাল,গোলাপি, নীল বা আরও নানা রঙের লিপস্টিকের ব্যবহার করেন মহিলারা। যেমন সাজ, তার সঙ্গে পাল্লা দিয়ে লিপস্টিক। সামান্য একটা লিপস্টিকের ব্যবহার বদলে দিতে সমগ্র লুকটাই। তাই এই জিনিসটি মহিলাদের অতিপ্রিয়।
মহিলাদের এই সাধের লিপস্টিক কী দিয়ে তৈরি হয় জানেন? কেউ কেউ হয়তো বলবেন পেট্রোলিয়াম জেলির সঙ্গে রং মিশিয়ে বানানো হয় লিপস্টিক। বিষয়টা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়।
বরং মহিলাদের ঠোঁটের সৌন্দর্য্য বাড়াতে অবদান রয়েছে এক পোকার। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারমাইন নামক এক পোকা দিয়ে তৈরি হয় মহিলাদের প্রিয় প্রসাধনী লিপস্টিক।
কারমাইন পোকা চাষ করা হয়। সেই পোকা ছেড়ে দেওয়া হয় ক্যাকটাস গাছের গায়ে। যাতে ওই গাছ থেকে পুষ্টি সংগ্রহ করে বেশ মোটাসোটা আকার ধারণ করে।
এবার ওই পোকা নিয়ে রোদে ফেলে শুকোনো হয়। শুকনো পোকার মরদেহ নিয়ে তাকে পেষাই করে গুঁড়ো পাউডার তৈরি করা হয়। ওই পাউডার নিয়ে তা গরম জলে ভাল করে ফোটানো হয়।
ফোটালে যে লাল রং বেরিয়ে আসে তাতে, মোম এবং নানা কেমিক্যাল মিশিয়ে প্রস্তুত করা হয় লিপস্টিক। মূলত মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকাতে এই পোকা পাওয়া যায়। কেবল লিপস্টিক নয়, ব্লাশ, আইশ্যাডো সহ অনান্য প্রসাধনীতে এই পোকা ব্যবহার করা হয়।
এই পোকা আপনার চোখ, ঠোঁট বা ত্বকের জন্য নিরাপদ হলেও, বর্তমানে কারমাইন পোকা থেকে লিপস্টিক বা অনান্য প্রসাধনী বানানোর বিরুদ্ধে নানা প্রচার অভিযান চলছে। এছাড়াও নানা কৃত্রিম সামগ্রী থেকেও লিপস্টিক প্রস্তুত হয়।