কোয়েল মল্লিক পুজোর প্রতিদিনের ছবি ভাগ করছেন অনুরাগীদের সঙ্গে।
পুজোতে প্রতি বছর তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।
ছবি ভাগ করে নিতেও ভোলেন না। স্বামী নিশপাল, ছেলে কবীরের সঙ্গে কোয়েল।
বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজের ফাঁকে ফটো তুলতেও ভোলেননি।
নিশপালের সঙ্গে একটা ছবি না তুললে হয়।
পুজোর কাজের মধ্যে ভোগ বিতরণও পড়ে।
সেটা করতে করতে কোয়েল আবার অতিথিদের হাত নেড়ে অভ্যর্থনা করতেও ভুলছেন না।