যে কোনও পোশাকেই কোয়েল মল্লিককে সুন্দর মানায়।
মল্লিক বাড়ির পুজোয় তিনি সদা শাড়ি পরিহিতা।
তবে তার মাঝেই রয়েছে কাজ। ডান্স রিয়্যালিটি শোয়ের জন্য করেছেন শাড়িতে শুট।
নীল, হাল্কা গোলাপী শাড়িতে তাঁকে বরাবরের মতোই সুন্দরী দেখাচ্ছে।
ভক্তরা তাঁর এই লুকে মুগ্ধ। লাইকে ভরিয়েছেন মন্তব্য বাক্স।
পুজোর আনন্দের মাঝে কর্তব্য থেকে বরিত হননি কোয়েল।
পুজোতে অনেকগুলো বাংলা ছবি মুক্তি পেয়েছে। সেই ছবি দেখে বাংলা ছবির পাশে দাঁড়াতেও ভোলেনি।