জীবন ছোট, তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন কোয়েল মল্লিক। অনুরাগীদেরও দেন একই পরামর্শ।
সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে কোয়েল।
সম্প্রতি তিনি কিছু ছবি ভাগ করেছেন, যেখানে প্রথমে ডাইনোসারকে আদর করছেন। পর মুহূর্তে কী করছেন দেখুন!
একেবারে ডাইনোসরের মুখে নিজেকে পুরে দিলেন কোয়েল!
আসলে তিনি জীবনে সব আনন্দ উপভোগ করতে চান, সেটাই যেন এই ছবির মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন।