22 December 2023
অল্প বয়সেই কয়েক কোটি টাকার মালিক যে ভারতীয় ইয়ংস্টাররা
Credit -
X
TV9 Bangla
ভারতের জাতীয় দলের ভবিষ্যৎ এখন ইয়ংস্টাররা। দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের তুলে ধরছেন তাঁরা।
আগামীতে ভারতকে এগিয়ে নিয়ে যাবেন তাঁরাই। ওডিআই বিশ্বকাপেও ছাপ ফেলার চেষ্টা করেছেন তারা। এখনও সেই চেষ্টা জারি রয়েছে।
বিশ্বকাপ শেষে অজিদের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জয়ের পিছনেও অবদান রেখেছেন তরুণরা।
দক্ষিণ আফ্রিকা সফরেও দুরন্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন তাঁরা। কম বয়সেই সাফল্যের মুখ দেখছেন অনেকে।
সাফল্যের পাশাপাশি পাকা পোক্ত কেরিয়ার গড়েছেন অনেকেই। জানেন কি জাতীয় দলের তরুণ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী কারা?
এই তালিকায় প্রথমেই রয়েছেন ঈশান কিষাণ। একাধিক প্রতিবেদন অনুযায়ী ৬০ কোটি টাকার মালিক তিনি। আইপিএল খেলেই পান ১৫.২৫ কোটি টাকা।
ঈশানের পরে এই তালিকায় রয়েছেন ভারতের জাতীয় দলের তারকা ওপেনার শুভমন গিল। বয়স মাত্র ২৪ তাঁর।
তবে সাফল্যের ঝুলি এখনই পরিপূর্ণ তাঁর। ক্রিকেট তাঁকে এখনও প্রিন্স আখ্যা দিয়েছে। জানেন কি তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত?
নেটমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৩২ কোটি টাকার মালিক তিনি। এ ছাড়া রিয়েল এস্টেটের মালিকানা রয়েছে তাঁর নামে।
বিলাসবহুল গাড়ির শখ রয়েছে তাঁর। রেঞ্জ রোভার থেকে থর, সবই রয়েছে তাঁর গ্যারেজে। সোশ্যাল মিডিয়ায় সাধের গাড়ির ছবি শেয়ার করেন তিনি।
আরও পড়ুন