বাংলা গানের রিয়ালিটি শো থেকে উত্থান। কীর্তন গেয়ে ভরিয়েছিলেন দর্শকদের মন। এখনও মঞ্চ মাতান হরি নামেই। 

সকলকে চমকে দিয়ে ২০২১ সালে তাঁকে ভোটের প্রার্থী করে তৃণমূল। রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জিতে তিনিই এখন বিধায়ক। 

স্বামী দেবরাজ চক্রবর্তী বিধাননগরের মেয়র পারিষদ। স্বামী-স্ত্রী জুটি বেঁধে যেমন ঘর সামলান, সামাল দেন এলাকার সমস্যাও।

দমদমের মেয়ে অদিতি রবীন্দ্রভারতী থেকে কীর্তনে এমএ করেছেন। রয়েছে গানের স্কুলও। গানের দিদিমণি তিনি। বহুদিন ধরেই গানের স্কুল রয়েছে বাড়িতে। 

নিজেও নিয়মিত গানের চর্চা করেন। ২০২১ সালে নির্বাচন কমিশনে যে হলফনামা দিয়েছিলেন, দেখা যাচ্ছে, সেই সময় তাঁর হাতে ছিল নগদ দেড় লক্ষ টাকা।

একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে সময় ছিল ২ লক্ষ ২ হাজার ২৭২.৪১ টাকা। আরেকটিতে ২০ হাজার ৭৭৩.৬৭ টাকা। সঙ্গে ১ লক্ষ ৬৯ হাজার ৫৪০ টাকার এফডি।

সে সময় দু'টি গাড়ি ছিল অদিতির। একটি ১৮ লক্ষ ৪৫ হাজার টাকার, অন্যটি প্রায় ৩৩ লক্ষ টাকার। এছাড়া ১৫ লক্ষ ৭৫ হাজার টাকার গয়নাও ছিল সে সময়।