গরমে মুখে বরফ ঘষছেন? এবার মুখে ঢালুন বরফ গলা জল।
মুখে বরফ মাখলে রক্ত সঞ্চালন উন্নত হয়। আর বরফজলে মুখ ধুলে জেল্লা বাড়ে।
এটি টোটকায় আপনার ত্বকের প্রদাহ কমবে এবং মুখ উজ্জ্বল দেখাবে।
একটি গামলায় ভর্তি বরফ দিন। তাতে ফ্রিজে ঠান্ডা জল ঢালুন।
এবার ওই গামলায় ১০-১৫ সেকেন্ডের জন্য মুখ ডুবিয়ে তুলে নিন।
৪-৫ বার এমন ভাবে মুখে বরফ জল লাগালে আর কোনও ফেসিয়ালের প্রয়োজন নেই।
এতে যেমন আপনার মুখে রক্ত সঞ্চালন বাড়বে, তেমনই ওপেন পোরসের সমস্যা দূর হবে।