লক্ষ্মীর আশীর্বাদ পেতে সন্ধ্য়ায় কোন কোন কাজ একেবারেই করবেন না, জেনে নিন...

সূর্যাস্তের সময় টাকা বা অর্থ দান করলে সমস্যা তৈরি হতে পারে। সকালে অর্থ-সংক্রান্ত কাজ করা শুভ বলে মনে করা হয়।

শাস্ত্র মতে, সূর্যাস্তের সময় অর্থের লেনদেন করা উচিত নয়। এই সময়ে টাকা ধার করা বা কারোর কাছ থেকে টাকা নেবেন না।

সন্ধ্যায় বিশেষ করে সূর্যাস্তের সময় ঘরের দরজা খুলে রাখা উচিত। সন্ধ্যায় ঘরে লক্ষ্মী প্রবেশ করে বলে মনে করা হয়। তাতে পরিবারে সমৃদ্ধি হয়।

শাস্ত্র মতে সন্ধ্যায় তুলসী স্পর্শ করা উচিত নয়। তুলসীকে রাধা-রাণীর রূপ বলে মনে করা হয়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ।

সন্ধ্য়ার সময় খাওয়া উচিত নয়। মহাভারতে বলা আছে, সূর্যাস্তের সময় খাবার খেলে ব্যক্তির আয়ু কমে যায়।

সন্ধ্যায় ভুলেও সূচ ও রসুন-পিয়াজ দেওয়া উচিত নয়। তাতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হতে পারে। এই জিনিসগুলি অশুভ বলে মনে করা হয়।