মা লক্ষ্মীর আরাধনা বলে কথা। সাজিয়ে ভোগ নিবেদন করলে তবেই তুষ্ট হন দেবী। তাই নিজের হাতে ভোগ বানান
মুড়ি, মোয়া, নাড়ু, পাটিসাপটা এসব লক্ষ্মীর খুব প্রিয়। তাই প্লেটে সাজিয়ে দিতে ভুলবেন না
লক্ষ্মীর পাতে খই-মুড়কি অবশ্যই দেবেন। সেই সঙ্গে খই দিয়ে বানিয়ে নিন মোয়া
সঙ্গে ফলপ্রসাদও অবশ্যই নিবেদন করবেন
সঙ্গে থাক নারায়ণের প্রিয় লুচি, মোহনভোগ। লক্ষ্মীর পুজো বলে নারায়ণকে অবহেলা নয়
দুধ, ক্ষীর আর নারকেল দিয়ে লক্ষ্মীর প্রিয় নাড়ুও অবশ্যই বানাবেন বাড়িতে