লক্ষ্মীপুজোয় ভোগের প্রসাদ নিবেদন করার পর সেই প্রসাদই সেবন করা নিয়ম।

লক্ষ্মীপুজো মানেই আতপ চালের সুস্বাদু খিচুরি, বেগুন ভাজা মাস্ট।

সঙ্গে ল্যাবড়ার স্বাদ থাকবে না, তা কী করে হয়।  হেঁসেলে এই রান্নার চল রয়েছে এখনও।

অতিথিদের আপ্য়ায়নের জন্য লুচি ও নিরামিষ আলুর দম দেওয়া যেতে পারে।

বর্তমানে খিচুরির পাশাপাশি আতপ চালের বাঙালি স্টাইলের পোলাও রান্নাও করা হয়।

পোলাওয়ের সঙ্গে রাখুন নিরামিষ পনির রোস্ট। পেঁয়াজ-রসুন ছাড়া এই রেসিপির স্বাদ ভোলার নয়।

নারকেল ও পায়েস হল লক্ষ্মীপুজোর ভোগের একটি অংশ। চটপট তৈরি করে ফেলুন সুচির হালুয়া।

নারকেল নাড়ু, মোয়া তো হবেই, সঙ্গে ঝটপট তৈরি করুন সাবেকি রান্না নারকেলের সন্দেশ।