Lenovo Legion Y90 Gaming Smartphone

নতুন বছরে নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে লেনোভো কোম্পানি। 

Lenovo Legion Y90

শোনা যাচ্ছে বছর পয়লাতেই অর্থাৎ ২০২২ সালের ১ জানুয়ারি এই ফোন লঞ্চ হতে পারে। 

৬.৯২ ইঞ্চির ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে লেনোভোর আসন্ন এই গেমিং ফোনে। 

১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে লেনোভোর আসন্ন এই গেমিং ফোনে। 

এই গেমিং ফোনে ডুয়াল ইঞ্জিন এয়ার কুল সিস্টেম থাকবে, যা ফোন ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।