মুম্বইতে প্রায় ১৬ কোটির ফ্যান্সি বাড়িতে থাকেন সঞ্জয় দত্ত তাঁর পরিবারের সঙ্গে।
মুম্বই ছাড়াও দুবাইতে বাড়ি রয়েছে সঞ্জয়ের।
বাড়ির পাশাপাশি বাইকেরও শখ রয়েছে তাঁর। দুটো দামী বাইক রয়েছে তাঁর।
তবে সবচেয়ে বেশি পছন্দ সঞ্জয়ের গাড়ি। ফেরারি, রোল রয়েস, মার্সিডিজ সহ অনেক গাড়ি রয়েছে তাঁর কালেকশনে।
৮টি হিরে দেওয়া রোলেক্স ঘড়ি, যার দাম প্রায় ৩৩লাখ টাকা পড়েন সঞ্জয়। এছাড়াও রয়েছে অনেক ঘড়ি। এটাও তাঁর পছন্দের তালিকায় রয়েছে।