প্রতিদিনের কঠিন কাজ সহজ হবে এই টোটকাতেই!

কলার খোসা দিয় জুতো পালিশ করলে পরিষ্কার ও ঝকঝকে দেখায় জুতো।

নোংরা জুতো চটজলদি পরিষ্কার করতে কলার ভিতরের অংশ দিয়ে ঘষে নিন। নতুনের মত উজ্জ্বল ও পরিষ্কার থাকবে।

কোনও রকম খরচ ছাড়াই মাত্র তিনটি উপাদান দিয়ে নিজের জন্য আফারশেভ বানিয়ে নিন।

প্রাকতিকভাবে আফটারশেভ করতে শসা, পুদিনার রস ও জল মিশিয়ে নিন। ফ্রিজে রেখে দিতে পারেন।

প্রিয় প্যান্ট বা জ্য়াকেটের জিপার গিয়েছে আটকে। সাবান বা মোমবাতি দিয়ে ঘষলেই ফের জিপার খুলে যাবে।

জিপার খুলতে প্রথমে ফেব্রিকটি টান টান করুন। এরপর চেইনের দাঁতগুলিতে সাবান ঘষুন। উপরে ও নীচে টেনে জিপার মসৃণ হবে দ্রুত।

ত্বকের বলিরেখা হঠাতে আইসকিউব ব্যবহার করতে পারেন। তবে কুঁকড়ে যাওয়া জামাকাপড় সোজা করতেও আইসকিউব ব্যবহার করা যায়।

কয়েকটা বরফের টুকরো জামাকাপড়ের ভাঁজে রেখে দিন ১৫ মিনিট।  গলে গিয়ে শুকিয়ে গেলে ড্রেস হবে টানটান।