বাড়ির যে অংশ যেমনই হোক না কেন, বাথরুম পরিষ্কার ঝকঝকে না হলে চলে না। এমনিতেও চিকিৎসকেরা সব সময়ে বাড়ি এবং শৌচালয় পরিষ্কার রাখার কথা বলেন।
বাড়ির বাথরুম পরিষ্কার না থাকলে, যেখানে বাসা বাঁধে যত রাজ্যের জীবাণু এবং ভাইরাস। পরবর্তীকালে সেখান থেকেই জন্ম নেয় ইউটিআই বা অনান্য জটিল রোগ।
তাই স্নান ঘরকে ঝকঝকে তকতকে রাখাটা একান্ত গুরুত্বপূর্ণ। তবে মুশকিল হল রোজের খাটাখাটনি অফিসের কাজ করে বাথরুম পরিষ্কার করার সময় পাওয়া যায় না।
এদিকে নিয়মিত পরিষ্কার না করলে মাত্র কয়েকদিনের মধ্যেই হলুদ দাগ ধরে যায় বাথরুমে। পুরনো সিমেন্টের বাথরুম হলে সেখানে আবার শ্যাওলা ধরে যায় অনেক সময়।
বাথরুম বা কমোডের হলুদ দাগ ছোপ তোলা খুব একটা সহজ কাজ নয়। অ্যাসিড দেওয়া যায় না সব সময়। তাতে ফ্লোর বা টাইক্সের ক্ষতি হতে পারে।
আবার অনেক সময় হয়তো দেখা গেল বাজার চলত রাসানিক শেষ হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে কী করবেন?
কমোডের দাগ দূর করতে ভিনিগার এবং বেকিং সোডা অব্যর্থ।
প্রথমে ভিনিগার এবং বেকিং সোডা মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে কমোডের গায়ে ভাল করে স্প্রে করে দিন। কিছুক্ষণ পরে ঘষে নিলেই নিমেষে দাগ উঠে যাবে।
এক কাপ সাদা ভিনিগার কমোডে ঢেলে দিন। সঙ্গে আধকাপ মতো বেকিং সোডাও কমোডে ঢেলে দিন। ১৫ মিনিট অপেক্ষা করলেই দেখবেন চকচকে হয়ে উঠেছে কমোড।