১৭৭০ হিরে, সাদা সোনা, নীলকান্তমণি! মিস ওয়ার্ল্ডের মুকুটে আর কী আছে? দাম কত জানেন?
credit:TV9
TV9 Bangla
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে চলছে ৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগীতা। যদিও সেই প্রতিযোগীতায় টপ ৮ জায়গা হয়নি ভারতের নন্দিনী গুপ্তর। এই বছর সেই খেতাব জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী।
মিস ওয়ার্ল্ডের খেতাব যিনি জেতেন, তাঁর মাথায় ওঠে সেই বিখ্যাত মুকুট। যা একবার পরার জন্য যত কষ্ট এবং কৃচ্ছসাধন। কী কী আছে সেই মুকুটে? শুনলে আপনিও চমকে যাবেন।
মিস ওয়ার্ল্ডের মুকুট ভাস্কর্যের মাস্টারপিস বললে ভুল বলা হয় না! যেমন তাঁর সৌন্দর্য তেমনই মূল্যবান এই মুকুট। জানা যায় ওই মুকুটে রয়েছে ১৭৭০টি ছোট হিরে।
রয়েছে ১৭৫.৪৯ ক্যারেটের একটি অত্যাশ্চর্য নীলকান্তমণি। এখানেই শেষ নয় সমগ্র মুকুটটিই ১৮ ক্যারেটের সাদা সোনা দিয়ে সজ্জিত।
এই মুকুটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। মুকুটের রাজকীয় নীল রঙ শান্তি, প্রজ্ঞা এবং আনুগত্যের প্রতীক। মিস ওয়ার্ল্ডের প্রতিযোগীতা জিতলে এই মুকুটই মাথায় পরানো হয়।
মিস ওয়ার্ল্ড ২০২৫-এ ১০৮ দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ভারতের প্রতিনিধিত্ব করে এই প্রতিযোগীতায় অংশ নেন নন্দিনী গুপ্ত।
রাজস্থানের কন্যার নীল পোশাক নজর কাড়ে সকলের। তাঁর পোশাকে শোভা পাচ্ছিল ভারতের প্রাণ, পবিত্র গঙ্গা নদী।
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের মতে, প্রথমবারের মতো, বিশ্বব্যাপী দর্শকরা নির্বাচিত দেশের জাতীয় টেলিভিশনের মাধ্যমে অথবা www.watchmissworld.com-এ অফিসিয়াল পে-পার-ভিউ প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখতে পারবেন।