একটানা অঝোর ধারায় চলেছে বৃষ্টি, বর্ষা কালের এই এক জ্বালা। সূর্যিমামা দেখা দেওয়ার নাম গন্ধ করেন না। এই কারণে স্যাঁতস্যাঁতে-আর্দ্র হয়ে থাকে পরিবেশ। যার প্রভাব পড়ে ত্বক ও চুলের উপর।
বর্ষার প্রভাব
ত্বকে অ্যালার্জি, ব্রণ, র্যাশ, অতিরিক্ত তেলতেলে ভাব ইত্যাদি সমস্যায় ভোগেন অনেকেই। তবে কিছু সহজ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক এইসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। রইল তেমন টিপস।
সমস্যা
মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে এবং রোমছিদ্র পরিষ্কার রাখে। বর্ষার আর্দ্রতায় খুবই গুরুত্বপূর্ণ। গোলাপজলে আছে ঠান্ডা ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ।
মুলতানি মাটি ও গোলাপজল
২ টেবিলচামচ মুলতানি মাটি ও ২ টেবিলচামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে দিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি ও গোলাপজল
নিমে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে, যা বর্ষাকালে ব্রণ ও চর্মরোগের বিরুদ্ধে লড়াই করে। হলুদ ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে ও ফোলাভাব কমায়।
নিম ও হলুদের ফেসপ্যাক
তাজা নিমপাতা বেটে বা নিমগুঁড়ো নিয়ে তাতে এক চিমটে হলুদ ও পরিমাণমতো জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
নিম ও হলুদের ফেসপ্যাক
এই প্যাক ত্বক পরিষ্কার করে, এক্সফোলিয়েট করে ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে। যাদের ত্বক তৈলাক্ত বা মিশ্র প্রকৃতির, বর্ষায় তাঁদের জন্য এটি আদর্শ।
বেসন, টক দই ও হলুদের ফেসপ্যাক
২ টেবিলচামচ বেসন, ১ টেবিলচামচ দই ও এক চিমটে হলুদ মিশিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে প্রায় শুকিয়ে এলে হালকা ঘষে জল দিয়ে তুলে ফেলুন।