কোন ৩ ভুলে কেড়ে নেওয়া হয় নাগা সাধুদের আখড়ার সদস্য পদ?
credit: PTI
TV9 Bangla
নাগা সাধুদের ছবি ভিডিওতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। মোবাইল খুললেই নানা সাধুদের গল্প ঘুরে ফিরে বেড়াচ্ছে। কুম্ভ মেলার সময় আবির্ভা হয় নাগা সাধুদের।
মেলা শেষ হয়ে গেলে আবার নিজের নিজের গন্তব্যে বিলীন হয়ে যান নাগা সাধুরা। আসলে সাধারণ মানুষের সঙ্গে বা ভিড়ের মধ্যে থাকার অনুমতি নেই তাঁদের।
হিমালয়ে বা পাহাড়ে গুহায় একান্তে সাধনা করেই দিন কাটান তাঁরা। এই সব নাগা সাধুউ কোনও না কোনও আখড়ার সঙ্গে যুক্ত থাকে।
আখড়া থেকে দীক্ষা নিয়েই নাগা সাধু হতে পারেন তাঁরা। এমনিতে সেই আখড়ার সদস্য পদ কখনও বাতিল হয় না। তবে সাধু হয়েও ৩ কাজ করলে কিন্তু হতে পারে বড় বিপদ। বাতিল হয়ে যায় সদস্য পদ।
নাগা সাধু হওয়ার প্রক্রিয়া খুবই জটিল এবং ত্যাগে ভরা। এই প্রক্রিয়া চলা দরুণ অনেকেই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এমন কিছু ঘটলে সেই সাধুর সদস্যপদ বাতিল করতে পারে আখড়া।
নাগা সন্ন্যাসীরা ধার্মিক চরিত্রের হন। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সবের মায়া ত্যাগ করেন তাঁরা। শারীরিক বাসনাও ভুলে যেতে হয় তাঁদের।
কিন্তু কোনও সাধুর ত্রুটি ধরা পড়লে তাঁর সদস্য পদ বাতিল হতে পারে। কাউকে নাগা সাধু বানানোর আগে এবং পরেও আখড়ারা তার চরিত্র পরীক্ষা করে। একবার সদস্যপদ বাতিল হলে আর সে আখড়ায় ফিরে আসতে পারে না।
নাগা সাধুর মৃত্যুর পর, আখড়ার সঙ্গে তাঁর সংযোগ শেষ বলে মনে করা হয়। তখন আখড়ার কোনও দায়িত্ব নাগা সাধুর থাকে না। আখড়াই শেষকৃত্য সম্পন্ন করে। দাহ করা হয় না। মৃত্যুর পর জল বা জমিতে সমাধি দেওয়া হয়।