চিরুনি দিলেই উঠছে চুল? ১ মাস এই শ্যাম্পু ব্যবহার করে দেখুন
credit: Getty ImagesCreated By: Sayam Krishna Deb
TV9 Bangla
চুল পড়া আজকাল খুবই সাধারণ সমস্যা। বিশেষ করে এই শহুরে দূষণ চুল ঝড়ে যাওয়ার বড় কারণ। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই বাজারচলতি কেমিক্যালযুক্ত শ্যাম্পুর অতিরিক্ত ব্যবহার করেন।
কেন হয়?
যা অনেক সময় এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাই ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদানে তৈরি হোমমেড শ্যাম্পু ব্যবহার করলে চুল পড়া নিয়ন্ত্রণে আনা সম্ভব। আবার ক্ষতি এড়ানোও সম্ভব।
কী করবেন?
উপকরণ: শুকনো রিঠা – ১০টি, শিকাকাই – ১০টি, শুকনো আমলা – ১০টি, জল – ৪ কাপ। সব উপকরণ একসঙ্গে ৪ কাপ জলে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সেই জল ফুটিয়ে হালকা ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এই তরলই প্রাকৃতিক শ্যাম্পু।
রিঠা-শিকাকাই-আমলা শ্যাম্পু
রিঠা চুল পরিষ্কার করে, শিকাকাই চুল মজবুত করে, আর আমলা চুলে পুষ্টি জোগায় ও অকালপক্বতা রোধ করে। নিয়মিত ব্যবহার চুল পড়া কমায় ও চুলে প্রাকৃতিক জেল্লা আনবে।
রিঠা-শিকাকাই-আমলা শ্যাম্পু
উপকরণ: ভেজানো মেথি বীজ – ২ চামচ, টাটকা অ্যালোভেরা জেল – ২ টেবিল চামচ, জল – প্রয়োজন মতো। ভেজানো মেথি বীজ পেস্ট করে তাতে অ্যালোভেরা মিশিয়ে একটি স্মুদ পেস্ট তৈরি করুন। জল মিশিয়ে পাতলা করে মাথায় লাগিয়ে ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
মেথি ও অ্যালোভেরা শ্যাম্পু
মেথিতে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড থাকে, যা চুল পড়া রোধে অত্যন্ত কার্যকর। অ্যালোভেরা চুলে হাইড্রেশন বজায় রাখে এবং স্ক্যাল্প ঠান্ডা রাখে।
মেথি ও অ্যালোভেরা শ্যাম্পু
উপকরণ: নারকেল দুধ – ১ কাপ, লেবুর রস – ১ টেবিল চামচ। উপকরণ দুটো ভালো করে মিশিয়ে মাথায় লাগিয়ে ১০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম জলে ধুয়ে ফেলুন।
নারকেল দুধ ও লেবু শ্যাম্পু
নারকেল দুধ চুলে প্রোটিন জোগায় এবং চুলের গোড়া মজবুত করে। লেবু স্ক্যাল্প পরিষ্কার করে খুশকি ও অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে।