11 May, 2024
এই ৪ উপাদান টেক্কা দেবে নামী প্রডাক্টকে
credit: istock
TV9 Bangla
ত্বক ভাল রাখতে অনেকেই একাধিক প্রসাধনী ব্যবহার করেন। ফেসওয়াশ থেকে ফেস সিরাম একাধিক পণ্য রয়েছে বাজারে।
ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার জন্য নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়। তবে, ত্বকের দেখভালের জন্য সেগুলো যে ব্যবহার করতেই হবে, এমন নয়।
বাজারচলতি প্রসাধনী ব্যবহার না করেও আপনি ত্বকের দেখভাল করতে পারেন। বরং, এতে ত্বকের আরও ভাল করে যত্ন নিতে পারেন।
বাড়িতেই লুকিয়ে রয়েছে ত্বকের সমস্যার সব সমাধান। কিছু ঘরোয়া টোটকাতেই আপনি ত্বকের যাবতীয় সমস্যার দূর করতে পারেন।
প্রতিদিন লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। আর ময়েশ্চারাইজার মাখার প্রয়োজন পড়বে না।
মুখ পরিষ্কার করুন কাঁচা দুধ দিয়ে। এতে ত্বকের উপর জমে থেকে সমস্ত ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে। বাড়বে ত্বকের জেল্লাও।
ত্বকের সমস্যা দূর করতে অ্যালোভেরা জেল মাখুন। এতে ব্রণ, দাগছোপ, র্যাশ, ট্যানের মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন।
ত্বকের জেল্লা বাড়াতে বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো ও গোলাপ জল মিশিয়ে মাখুন। এতে ত্বকের জেল্লা বেড়ে যাবে দু'দিনে।
আরও পড়ুন