হলদে দাঁত নিয়ে প্রাণ খুলে হাসা যায় না।

নিয়মিত ধূমপান করলে, কফি, সোডা জাতীয় পানীয় দাঁতকে হলদে করে দেয়।

আবার অতিরিক্ত পরিমাণে মিষ্টি খেলেও দাঁতের রং বদলে যায়।

সঠিক উপায়ে দাঁত না মাজলে, যত্ন না নিলে তা হলদে হতে থাকে।

তাই দাঁতের হলদেটে ভাব দূর করতে ঘরোয়া প্রতিকারের সাহায্য নিন।

হলদেটে ভাব দূর করতে দাঁতে লেবুর খোসা ঘষতে পারেন।

এছাড়া কমলালেবুর খোসার গুঁড়ো দিয়েও দাঁত মাজতে পারেন।

বেকিং পাউডার দিয়েও দাঁত মাজতে পারেন। এটাও দারুণ কার্যকর।

নুন-তেল দিয়ে দাঁত মাজলেও ফিরতে পারে দাঁতের হাল।