6 May, 2024

হাঁপানি রয়েছে? এই ৪ গাছ বসান ঘরে

credit: istock

TV9 Bangla

চারদিকে দূষণ যত বাড়ছে, ততই বাড়ছে হাঁপানির সমস্যা। ধুলোবালি, দূষণ বা অ্যালার্জির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস।

দূষণের জেরে ফুসফুসে অক্সিজেন বহনকারী সরু নালিপথ কুঁচকে যায়। শ্বাসনালির পেশি ফুলে ওঠে। এখান থেকে তৈরি হয় শ্বাসকষ্ট।

অনেকেই অ্যাজমা বা হাঁপানির সমস্যায় ভোগেন। বায়ুদূষণের প্রকোপের হাত থেকে বাঁচতে ঘরে গাছ বসান। হাঁপানির সমস্যা থেকে রেহাই মিলবে।

ঘরের মধ্যে ইন্ডোর প্ল্যান্ট রাখলে দেখতেও ভাল লাগে। কিছু কিছু গাছ রয়েছে, যেগুলো বায়ুদূষণের হাত বাঁচায় এবং অক্সিজেন প্রদান করে।

দূষণের প্রকোপ কমাতে অ্যালোভেরা গাছ রাখুন। এটি ঘরের ভিতরের বায়ুকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। হাঁপানির সমস্যা কমায়।

খুব বেশি যত্নের প্রয়োজন হয় না স্পাইডার প্ল্যান্টের। এই গাছ বাতাস থেকে দূষিত পদার্থ টেনে দেয়। শিশু ও পোষ্যদের জন্যও নিরাপদ এই গাছে। 

ঘরের মধ্যে রাখতে পারেন পিস লিলি। অ্যামোনিয়ার মতো ক্ষতিকর উপাদানগুলি বাতাস থেকে টেনে দেয় এই গাছ। এই গাছে ফুলও হয়।

বেশি পরিচর্যা করার সময় নেই? মানি প্ল্যান্ট বসান। মাটিন না থাকলে বোতলে জল দিয়ে বসিয়ে দিতে পারেন এই গাছ। বাতাসকে পরিশুদ্ধ করে।