23 March 2023
ঘুম থেকে এই কাজ করলে আর পার্লারে যেতে হবে না
credit: istock
TV9 Bangla
দিনে দু'বার ঠিকঠাক ভাবে ত্বকের যত্ন নিলে পার্লারে যাওয়ার দরকার পড়ে না। কিন্তু অনেকেই সকালে বা রাতে স্কিন কেয়ারের উপর জোর দেন না।
রাতে ঠিক যেমন নাইট ক্রিম মেখে ঘুমোতে যান, একইভাবে সকালেও ত্বকের যত্ন নেওয়া উচিত। সকালে একটি কাজ করলেই ত্বক থাকবে সতেজ।
ঘুম থেকে উঠে দাঁত মাজার পাশাপাশি মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বকও পরিষ্কার করে নিন। এবার পালা টোনার ও ময়েশ্চারাইজারের।
টোনার হিসেবে বেছে নিন গোলাপ জলকে। এই একটা উপাদানই আপনার মর্নিং স্কিন কেয়ারকে সম্পূর্ণ করে দেবে। কীভাবে, জেনে নিন।
গোলাপ জল ত্বককে হাইড্রেট করে। ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকে প্রাকৃতিক জেল্লা এনে দেয়। ত্বকের হাল ফেরা গোলাপ জল একাই একশো।
ত্বক পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে গোলাপ জল। মুখ ধোয়ার পর মুখে স্প্রে গোলাপ জল। কিংবা তুলোর বলে গোলাপ জল নিয়ে মুখে লাগিয়ে নিন।
গোলাপ জল মাখার পর মুখে পছন্দের যে কোনও ময়েশ্চারাইজার মেখে নিন। এখানেই শেষ নয় মর্নিং স্কিন কেয়ার রুটিন।
সব শেষে মুখে মাখুন সানস্ক্রিন। রোদে না বেরোলেও সকালে সানস্ক্রিন মাখতে হবে। এভাবে রোজ সকালে ত্বকের যত্ন নিন।
আরও পড়ুন