glycerin
insomnia 3

05 February 2024

৪ উপায়ে মুখে গ্লিসারিন মাখুন

credit: istock

image

TV9 Bangla

glycerin (1)

আজও শীতকালে মা-ঠাকুমাদের ভরসা গ্লিসারিন। কিন্তু মুখে সরাসরি গ্লিসারিন মাখা চায় না, ত্বক চিটচিট করতে থাকে।

glycerin (2)

শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেয় গ্লিসারিন। এতে ময়েশ্চারাইজিং এজেন্ট রয়েছে, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

glycerin (3)

শীতকালে নিয়মিত মুখে গ্লিসারিন মাখলে শুষ্ক ত্বকের সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না। কিন্তু কীভাবে গ্লিসারিন মাখবেন? 

গ্লিসারিনের চ্যাটচ্যাটে ভাব এড়াতে গোলাপ জলের মিশিয়ে এটি ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকে এভাবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।

১/২ কাপ গোলাপ জলের মধ্যে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। এবার এতে তুলোর বল ডুবিয়ে গোটা মুখে লাগিয়ে নিন। 

শীতকালে মুখ পরিষ্কার করতে পারেন গ্লিসারিন দিয়ে। ১/২ কাপ জলে ১/২ চামচ গ্লিসারিন ও কর্ন‌ফ্লাওয়ার মিশিয়ে মুখে মালিশ করুন।

স্প্রে বোতলে মিনারেল ওয়াটার ভরে নিন। এবার এতে ২-৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ঝাঁকিয়ে নিন। তৈরি গ্লিসারিনের ফেস টোনার।

১ চামচ মুলতানি মাটি ও ১ চামচ আমন্ডের পেস্টের সঙ্গে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি শুষ্ক ত্বকের সমস্যা দূর করবে।